মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

দুধকুমার পার হতে গিয়ে হাফেজ তাসিম বিল্লাহর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:৪৮ পিএম

দুধকুমার পার হতে গিয়ে হাফেজ তাসিম বিল্লাহর মৃত্যু

ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মাদরাসা শিক্ষার্থী  হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিম (১৩) এর মরদেহ উদ্ধার করা উদ্ধার হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ হাফেজ ছাত্র মো. তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে।  

গত ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হাফেজি পাস করেছেন তিনি।
সূত্র জানায় রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৪ বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায়।  
পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়।  কিন্তু ফেরার সময় মাঝনদীতে ডুবে যায় সাজিম।  

এ সময় বাকীদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।  
ওইদিন বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও তাকে খুঁজে না পেয়ে পরদিন সোমবার তার লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। 
নিখোঁজ মাদরাসা ছাত্রকে না পাওয়ায় সোমবার পুনরায় উদ্ধার কাজ চলাকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরবি/আবু

Link copied!