ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

তীর ধনুক নিয়ে আদিবাসী সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, তিন সাঁওতাল হত্যার বিচার ও সাবেক এমপি কালামসহ হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে আজ সোমবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জ সাঁওতাল নারী পুরুষর তীর ধনুক নিয়ে বিক্ষোভ মিছিল ও এসপি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। পরে তারা পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করে।

গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদার্ফাম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি ও সামাজিক সংগ্রাম পরিষদের আহবানে গোবিন্দগঞ্জ থেকে শত শত সাঁওতাল নারী পুরুষ গাইবান্ধায় এসে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসপি অফিসের সামনে গেলে পুলিশ অফিসের প্রধান ফটক বন্ধ করে দেয়।

বিক্ষুদ্ধ সাঁওতালরা তাদের পল্লীতে হত্যা, ভাংচুর, লুটপাটে বসত ঘরে অগ্নি সংযোগে জড়িত মুলহোতা স্বৈরাচার সরকারের সাবেক এমপি আবুুল কামাল আজাদসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন-সাঁওতাল নেতা ফিলিমন বাসকে, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুর্মু, স্বপন শেখ, গাইবান্ধা জেলা এ্যাডভোকেট বারের সাবেক
সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু,সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, বৃটিশ সরেনসহ অন্যরা ।

বক্তারা বলেন-২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন সৈরাচার সরকারের এমপি আবুল কালাম আজাদসহ তার লোকজন ও পুলিশ সশস্ত্র অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, গুলি ও ভাঙচুর করে।

এসময় সাঁওতালরা বাধা দিলে পুলিশের গুলিতে তিন সাঁওতাল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এবং ৯ পুলিশ তীরবিদ্ধ হয়ে আহত হয়। পরবর্তী পর্যায়ে সাঁওতাল হত্যার প্রতিবাদে গোবিন্দগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ আজও কোন হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি । এ ঘটনায় তারা বিক্ষুদ্ধ
হয়ে আজ এই কর্মসুচি পালন করে ।