ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:০৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 
নাঙ্গলকোট উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক ও উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া ১ নং সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি‍‍`র সাবেক সভাপতি মো. মোবাশ্বের আলম ভূইয়া ২ নং সদস্য হিসেবে  উক্ত আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন।  


রোববার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নবগঠিত কমিটির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন।  

এ ছাড়াও নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক, সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব ও উপজেলা বিএনপি‍‍`র সাবেক সদস্য সচিবকে ১ নং যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।