ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:১৯ পিএম
ফাইল ছবি

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন লিটন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরহাট মেডিকেল গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন লিটন হাটহাজারি উপজেলার মন্দাকিনি এলাকার বাদশাহ মিয়া ড্রাইভার বাড়ীর মোঃ ইউছুপের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন।  
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার (ওসি) সাহাব উদ্দিন।