মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট ও টাকাসহ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট ও টাকাসহ কালোবাজারি আটক

ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের ৮টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ১৭ হাজার ৬শত ৭০ টাকাসহ এক কালোবাজারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ সোমবার (৭ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত টিকিট কালোবাজারির নাম মোঃ রুবেল।  আটককৃত রুবেল জেলাশহরের উত্তর মোড়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

আটকের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে একজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে।  

তার কাছে ৮টি টিকিট পাওয়া গেছে এবং টিকিট বিক্রির ১৭ হাজার ৬শত ৭০ টাকা জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/আবু

Link copied!