ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কেরাণীগঞ্জে জুবায়ের হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৩৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের গোলাম বাজার এলাকার ইট-বালু ব্যবসায়ী মীর জুবায়ের (৩৫) নামের এক যুবককে দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তার আসামিরা হলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মোহাম্মদ আমির হোসেন (৪২), শুভাট্যা উত্তরপাড়ার মৃত সাচ্চু মিয়ার ছেলে গুল মোহাম্মদ (৫০) ও কেরাণীগঞ্জ মডেল থানার পূর্ব চরাইল থানার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (৫৪)। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২২ মার্চ দুপুরে গোলাম বাজার এলাকার ব্যাবসায়ী মীর জুবায়েরকে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পরবর্তীতে আসামীরা অস্ত্রের মহড়াসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

এঘটনায় গত ২৩ মার্চ ভুক্তভোগীর বড় ভাই মীর হামিদুর রহমান (৪৪) বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় প্রধান আসামি মোল্লা ফারুকসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

উল্লেখ্য যে, এর আগে এই মামলায় ৫জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা  হয়েছে।