ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

সোনাগাজীতে ১৪ মামলার আসামি ফরিদ গ্রেপ্তার

ফেনী সংবাদদাতা
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৩৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সোনাগাজীতে ১৪ মামলার আসামি শেখ ফরিদ (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  আজ (৭এপ্রিল) সোমবার সন্ধ্যায় উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাঈদপুর সাহেবের ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ওই  ইউনিয়নের মোস্তফা মিয়ার বাড়ীর মো: মোস্তফার ছেলে। 

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাঈদপুর সাহেবের ঘাট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে  নেজামের চায়ের দোকান থেকে  আসামী শেখ ফরিদকে গ্রেফতার করা হয়।

১৪টি মামলার মধ্যে তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতি ও বিস্ফোরকদ্রব্য আইনে ফেনী ও  বিভিন্ন থানায় ১৪টি মামলা এবং ৬টি মামলায়  ওয়ারেন্ট  রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।