মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

রাঙামাটিতে অর্ধগলিত মরদেহ উদ্ধার: খুলনায় প্রেমিক গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৪৫ পিএম

রাঙামাটিতে অর্ধগলিত মরদেহ উদ্ধার: খুলনায় প্রেমিক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত নারীর মরদেহের ঘটনায় প্রেমিককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জামাল হোসেন মোল্লা (৪২)। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টায় কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসামি জামালকে সাথে নিয়ে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।

এরআগে গত ৫ এপ্রিল রাতে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ওই বাসার নিচতলার একটি কক্ষে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় মৃতার নাম খাদিজা আক্তার (৪২)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুটিখালী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ জানায়, আসামি ও ভিকটিম তারা দু’জনেই বাগেরহাট জেলার মোরেলগঞ্জ খাবার হোটেলে কাজ করতো। দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কের সূত্র ধরে খুলনার মোঃ জামাল হোসেন মোল্লা (৪২) নামে এক ব্যক্তি তাকে হত্যা করে পালিয়ে যায়। তাকে রোববার (৬ এপ্রিল) খুলনার লবনচরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জামাল হোসেন জানান, খাদিজার সঙ্গে তার দীর্ঘ ১০ বছরের পরিচয় ছিল এবং খাদিজা তার হোটেলে কাজ করতেন। ৩ বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামাল তার কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। সাম্প্রতিক সময়ে খাদিজা বিয়ের জন্য চাপ দিলে এবং টাকা ফেরত চাইলে জামাল তাকে হত্যার পরিকল্পনা করে।

পরবর্তীতে ১ মার্চ জামাল খাদিজাকে নিয়ে রাঙামাটিতে আসেন এবং মহসিন কলোনির একটি কক্ষে ভাড়া নেন। ২ এপ্রিল দুপুরে দই ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় গামছা পেঁচিয়ে এবং পরে পায়ের রগ কেটে হত্যা করেন জামাল। হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। গ্রেপ্তারের পর সোমবার আসামিকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। মামলার তদন্ত চলমান রয়েছে।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, আসামি মোঃ জামাল হোসেনের স্বাকারোক্তি মতে, দীর্ঘ ১০ বছরের প্রেম ছিল খাদিজার সাথে এবং প্রেম ভালবাসাকে কেন্দ্র করে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরে খাদিজা থেকে জামাল ৩ লাখ টাকা ধার নেয়।

ওই টাকা নিয়ে দুজনের মধ্যে প্রেমে ঘাটতি দেখা দিলে খাদিজা টাকার জন্য জামালকে চাপ সৃষ্টি করে। পরে জামাল সুকৌশলে খাদিজাকে রাঙামাটি এনে ভাড়া বাসায় হত্যা করে। গতকাল রোববার (৬ এপ্রিল) খুলনা জেলা পুলিশের সহায়তায় জামালকে তার নিজ বাসা খুলনা থেকে গ্রেপ্তার পুলিশ।

পরে আজ সোমবার (৭ এপ্রিল) আসামি জামালকে রাঙামাটি নিয়ে এসে খাদিজা হত্যার বর্ণণা দেন পুলিশের কাছে।

আরবি/জেডআর

Link copied!