ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৫২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  এঘটনায শিশুসহ দুইজন আহত হয়েছেন ।

সোমবার ( ৭ এপ্রিল)  দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ভাবলা ২ নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন  জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তে কাজ চলছে।  কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হান্নান পরিবহনের  একটি বাসের সাথে এ  দুর্ঘটনা ঘটেছে।  ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।