মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

কাঠালিয়ার তালগাছিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগিতা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১১:১৮ পিএম

কাঠালিয়ার তালগাছিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগিতা

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া চারারহাট মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৫) বিকেলে ঘোড় দৌড় প্রতিযোগীতায় ৮টি ঘোড়া অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় মোঃ মহসিন হাওলাদারের ঘোড়া ১ম, মো. এনায়েতে হোসেন ২য় ও মো. আলী হোসেন ৩য় লাভ করেন।  পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সুজন সাধক, মাহবুব সিকদার, মামুন সিকদার ও মো. শাহীন মীরসহ এলাকার যুব সমাজের আয়োজনে ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করতে কাঠালিয়া, রাজাপুর ও পিরোজপুর ও বরগুনাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন।

আরবি/আবু

Link copied!