বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:১৫ এএম

‘মৃত্যুপুরী’ চট্টগ্রাম, নগর থেকে ভয়ংকর জেলা

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:১৫ এএম

‘মৃত্যুপুরী’ চট্টগ্রাম, নগর থেকে ভয়ংকর জেলা

ছবি: রূপালী বাংলাদেশ

ছোট সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে- গণমাধ্যমে প্রচারিত এমন তথ্যকে বিভ্রান্তিমূলক মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের অভিমত, বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। 

গত ২৯ মার্চ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দপুরা অংশে এসে প্রাইভেট কারে ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা।

গুলিতে সামনের সিটে বসা চালকসহ দুজন গুলিবিদ্ধ হন। সেখান থেকে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

এর আগে গত ৩ মার্চ আরও একটি ডাবল মার্ডারের ঘটনা ঘটে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় উপজেলায়। এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। 

অভিযোগ রয়েছে, স্থানীয় সদ্য বরখাস্তকৃত আওয়ামী লীগ চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ভাই মমতাজ ও হারুনের জড়িত থাকার কথা বলা হলেও একাধিক সূত্রের দাবি, রাতের অন্ধকারে এলাকায় মহড়া দিতে গিয়ে গণপিটুনিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মাহমুদুল হকের পুত্র মোহাম্মদ নেজামুদ্দিন (৪৫) এবং একই ইউনিয়নের গুরগুরি এলাকার আবদুর রহমানের পুত্র মোহাম্মদ ছালেক (৩৫)। 

লোমহর্ষক এসব হত্যাকাণ্ডসহ ৯০ দিনে (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ) চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৫৫টি। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ঘটেছে ১৫টি এবং চট্টগ্রাম জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৪০টি। 

গত তিন মাসের পরিসংখ্যানে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত মার্চ মাসে। এই মাসে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ২৭টি। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৯টি এবং চট্টগ্রাম জেলায় ১৮টি। 

সংঘটিত এসব হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে পারিবারিক বিরোধ ও পরকীয়ার কারণে। কিছু কিছু হত্যাকাণ্ড ব্যক্তিগত সংঘাতের কারণে ঘটলেও রূপ হয়েছে রাজনৈতিক।  

একই কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের অভিমত, এসব হত্যাকাণ্ডের মধ্যে পারিবারিক কলহের কারণে সংঘটিত হত্যাকাণ্ডের সংখ্যাই বেশি। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধের কারণে এসব খুনের ঘটনা ঘটছে। 

অপরাধ বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ক্রিমনোলজি) মো. শাখাওয়াত হোসেন বলেন, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ কমার কারণে হত্যাকাণ্ডসহ নানাবিধ অপরাধ যেমন বাড়ছে, ঠিক তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নাজুক হওয়াও এর জন্য দায়ী। 

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত অবস্থায় অনেকে মনে করছেন, অপরাধ যত বড়ই হোক পার পেয়ে যাওয়া সম্ভব। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। অপরাধী যেই হোক, যে মতাদর্শেরই হোকÑ অপরাধ করে পার পাওয়া যাবে না বিষয়টা নিশ্চিত করতে হবে। 

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ পারিবারিক ও সামাজিক ভিত শক্ত করতে না পারলে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, সরকার কিংবা পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন মানবিক মূল্যবোধ নিশ্চিত করা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ৯ মার্চ রোববার চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে রশিদা বেগম (৪৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন মেয়ের জামাই হেলাল উদ্দিন। নিহত রশিদা বেগম ওষখাইন পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

২২ মার্চ চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আখতারুজ্জমান উড়াল সড়কের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় পোশাকশ্রমিক জ্যোৎস্না বেগমের মরদেহ উদ্ধার করে খুলশী থানার পুলিশ। 

পরে হত্যার ঘটনায় জড়িত প্রেমিক চট্টগ্রামের রাউজানের পশ্চিম গহিরার মৃত মিলন বড়ুয়ার ছেলে নয়ন বড়ুয়াকে গ্রেপ্তার করে পিবিআই মেট্রো। পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মো. মোস্তাফিজ। তিনি বলেন, বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতেন জ্যোৎস্না ও নয়ন। 

১৮ মার্চ সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

২৫ মার্চ মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে নুরুল ইসলাম তালুকদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে নিজ দোকানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। নুরুল ইসলাম মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। 

২৬ মার্চ রাতে নগরীর বন্দর থানার কলসি দীঘিপাড় এলাকায় একটি ভবনে তালাবদ্ধ বাসা থেকে টুম্পা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঢাকার পোস্তগোলা থেকে ইব্রাহিম হাওলাদার (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করে সিএমপির গোয়েন্দা পুলিশ। পুলিশের অভিমত, স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস করলেও তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল।

২৬ মার্চ বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। বাড়ির অদূরেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

২৩ ফেব্রুয়ারি, শনিবার দিবাগত রাত ২টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করার অভিযোগে স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন চতুর্থ স্ত্রী নুরজাহান।

 নিহত আলাউদ্দিন নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন। বর্তমানে হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

১৩ জানুয়ারি, সোমবার রাতে মিরসরাই পৌর সদরে চলমান বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না নামে যুবদলকর্মী নিহত হন। মুন্না মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

২২ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলার ফতেয়াবাদ বালুরটাল এলাকার একটি ঝোপ থেকে আনুমানিক ৩০ বছর বয়সি এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানার পুলিশ। 

২৪ জানুয়ারি শুক্রবার দুপুরে চট্টগ্রামের রাউজানে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার আরও দুই সঙ্গী আহত হন। নিহত মো. জাহাঙ্গীরের বাড়ি নোয়াপাড়া গ্রামের নিরামিষপাড়া এলাকায়। 

জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যমতে, গত মার্চ মাসে চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১০ থানা এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে ১৮টি। এর মধ্যে জোড়ারগঞ্জ থানা এলাকায় একটি, মিরসরাই দুটি, সীতাকুণ্ডে দুটি, বাঁশখালীতে একটি, ভুজপুরে একটি, সাতকানিয়ায় দুটি, লোহাগাড়ায় একটি, পটিয়ায় একটি, রাউজান তিনটি, আনোয়ারায় চারটি। 

ফেব্রুয়ারি মাসে জেলার আট থানায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ১১টি। এর মধ্যে ভুজপুরে দুটি, রাউজানে একটি, লোহাগাড়ায় দুটি, রাঙ্গুনিয়ায় একটি, জোরারগঞ্জে একটি, সীতাকুণ্ডে দুটি, চন্দনাইশে একটি, পটিয়ায় একটি। 

জানুয়ারিতে জেলার ৯ থানা এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে ১১টি। এর মধ্যে রাঙ্গুনিয়ায় একটি, লোহাগাড়ায় একটি, ভুজপুরে দুটি, সীতাকুণ্ডে একটি, হাটহাজারী দুটি, মিরসরাই একটি, দক্ষিণ রাঙ্গুনীয়ায় একটি, সন্দীপে একটি, পটিয়ায় একটি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার মধ্যে আটটি থানা এলাকায় গত মার্চ মাসে হত্যাকাণ্ড ঘটেছে ৯টি। এর মধ্যে বাকলিয়া থানা এলাকায় সংঘটিত হয়েছে দুটি হত্যাকাণ্ড, খুলশীতে একটিটি, কোতোয়ালীতে একটি, সদরঘাটে একটি, চান্দগাঁওয়ে একটি, বন্দরে একটি, ইপিজেডে একটি এবং কর্ণফুলী থানা এলাকায় একটি। 

ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড ঘটেছে পাহাড়তলী থানায় একটি, হালিশহরে একটি এবং ইপিজেড থানা এলাকায় একটি। 

জানুয়ারিতে বাকলিয়া থানা এলাকায় একটি, খুলশীতে একটি এবং ইপিজেড থানায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একটিটি। 

গত মাসে সংঘটিত সর্বোচ্চ হত্যাকাণ্ডসহ গত তিন মাসের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেন, হত্যাকাণ্ডের মতো অপরাধ কমাতে হলে মানবিক ও সামাজিক মূল্যবোধের ভিত শক্ত করতে হবে। 

যেসব হত্যাকাণ্ড ঘটেছে, বেশির ভাগই পারিবারিক ও ব্যক্তিগত কারণে। কোথাও কোথাও প্রেমঘটিত কারণে যেমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ঠিক তেমনি পারিবারিক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়েও হত্যাকাণ্ড ঘটছে। তিনি আরও বলেন, আজকাল আমরা খুব সহজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। 

এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটাও মানবিক এবং সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাওয়ার কারণে। এক প্রশ্নের জবাবে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুলিশ যেটা করে সেটা হলো ঘটনা ঘটার পর দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করা এবং আদালতে যাতে সুষ্ঠু বিচার হয়, তদন্তের মাধ্যমে সে বিষয়টা নিশ্চিত করা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!