‘সমাজের আলো’ নামের অনলাইন পোর্টাল-এর সম্পাদক সাংবাদিক ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেন (৫০) কে আটক করেছে যৌথ বাহিনী।
জানা যায় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের বাড়ি থেকে (৮এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় জনতা সাংবাদিক ইয়ারব হোসেনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার ওসি সামিনুল ইসলাম। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে জামাত-বিএনপির বিভিন্ন সাধারণ জনগণকে হয়রানিসহ বিভিন্নভাবে প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ করেন এলাকাবাসী।
এদিকে ইয়ারব হোসেন গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।
ইয়ারব হোসেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যর্ত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। তবে তার ‘সমাজের আলো’ ফেসবুক পেজ থেকে তিনি নিয়মিত নানান খবর, পোস্ট, ছবি ও ভিডিও নিয়মিত আপলোড করতেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :