ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

হতাহত মানুষের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান ১০০ নার্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধের বিশ্বব্যাপী ধর্মঘট পালিত হয়। এর ধারাবাহিকতায় গতকাল ‘নো স্কুল, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করে বাংলাদেশিরা। কর্মসূচিতে সিলেটের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এ সময় গাজায় হতাহত মানুষের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে আগ্রহ প্রকাশ করেন ১০০ নার্স। তারা বলেন, আমরা সিলেট বিভাগ থেকে ১০০ জনের শিক্ষার্থী ও নার্সের একটি টিম গঠন করে গাজাতে যেতে চাই। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ আমাদের শোভনীয় না। কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে তো আমরা সেবা দিতে পারবো।

শিক্ষার্থীরা জানান, সিলেট বিভাগ থেকে এরই মধ্যে ৮৬ জনের একটি টিম হয়েছে। তবে ১০০ জন পূর্ণ হলে সরকারের কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান তারা।

গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।