ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বালাসীঘাটে বেড়াতে গিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১১:২২ পিএম
প্রতীকী ছবি

গাইবান্ধার বালাসী ঘাটে নৌকায় তুলে  বেড়াতে গিয়ে এক তরুণীকে (১৯) ধর্ষণের শিকার হয়েছে।  

স্থানীয় জনগণ ও ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নদীর পাড়ে ফিরে এসে ধর্ষক মো. সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল সোমবার, বিকেলের  দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায়। ধর্ষিতা তরুণী গাইবান্ধা শহরের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী । 

তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামে। বাবা মৃত আব্দুর রহিম।

ফুলছড়ি থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে তাঁর পরিচয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, কনক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে। ধর্ষক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।