ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র আচার্য।

এসআই বলেন, পাশের বাড়ির নাজিম নামে এক আত্মীয় রাতে ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। স্বজনদের অভিযোগ, এরপর ওই কিশোরীকে টয়লেটে ফেলে রাখে তারা। এ সময় দেখে ফেলায় কিশোরীর নানা-নানিকে কুপিয়ে আহত করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত নাজিম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।