চার মাস ধরে পৌর কর্তৃপক্ষের অবহেলা কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার টিসিবি পণ্য ক্রয় করতে পারছেন না ১ হাজার ৫০ জন সুবিধাভোগী। টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় এ সমস্যা হচ্ছে।
জানা যায় , উপজেলার প্রতিটি ইউনিয়নে টিসিবি ফ্যামেলী স্মার্ট কার্ড পেলেও শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ অবহেলা কারণে এখন পর্যন্ত পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ১ হাজার ৫০ জনের টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড সুবিধাভোগীদের হাতে পৌঁছেনি।
সুবিধাভোগীরা টিসিবি নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না।
এই ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নজরদারি নেই।
সূত্রে জানা যায় , শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারী ২ হাজার ১৫৭ জনের মধ্যে টিসিবি নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয় ১ হাজার ৫০ জন কে। বাকি ৯ টি ওয়ার্ডে ১ হাজার ৫০ জনের এখন পর্যন্ত টিসিবি ফ্যামেলী স্মার্ট কার্ডধারীদের হাতে পৌঁছায়নি । প্রতিদিন টিসিবি নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় পৌরসভায় কর্মকর্তা - কর্মচারীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন কিন্তু সময় লাগবে। যখন আসবে ফোন দিয়ে জানানো হবে।
এদিকে পৌরসভা সহকারী ও ৪ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত মো. আতাউর রহমান বলেন , টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ড যাচাই-বাছাই করে আমরা পাঠিয়েছি। টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারীরা পৌর সভায় টিসিবি পুরাতন কার্ড , এনআইডি ফটোকপি ও মোবাইল নম্বর জমা দিয়েছে।
তিনি আরো বলেন , আমার ৪ নং ওয়ার্ড সহ পৌর অনেক ওয়ার্ডে নতুন টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি । সারাদেশে টিসিবি নতুন স্মার্ট কার্ড প্রসেসিং কাজ চলছে, ধাপে ধাপে আসবে। টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড গুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ন্ত্রণ করে থাকে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সিলেটর মৌলভীবাজার শেরপুর বাজার (এলএসডি খাদ্য গুদাম) এলাকার সহকারী পরিচালক মোঃ সোহেল রানা বলেন , যতগুলো টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড তৈরি হয়েছে , ততোগুলো বরাদ্দ আমরা পেয়েছি। কেউ কেউ সরকারি আইডি থেকে না পাঠিয়ে ব্যক্তিগত আইডি থেকে আপলোড করার কারণে অনেক সমস্যা দেখা দেওয়ায় দেরি হচ্ছে।
আপনার মতামত লিখুন :