কুতুবদিয়া-মগনামা চ্যানেল পাড়ি দেওয়ার সময় স্পিড বোর্ডে সন্তান প্রসব করেন এক প্রসূতি। কাকতালীয়ভাবে ওই বোর্ডে যাত্রী হিসেবে ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাইনি চিকিৎসক সৈকত বড়ুয়া। সাগরের মাঝপথে প্রসূতির প্রসব ব্যথা শুরু হলে আবহাওয়া প্রতিকূলে থাকায় স্প্রীড বোট থামিয়ে ডেলিভারী সম্পন্ন করেন তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা চ্যানেলের ঘটনা এটি। ওই প্রসূতির নাম জিসা মনি (২৫)। তিনি তুবদিয়া দক্ষিণ ধুরুং গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।
জানা যায়, ডেলিভারির জন্য জিসা মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় রোগীর সম্মতিতে তারা রেফার নিয়ে চলে যান। রোগী অনুরোধ করে ডেলিভারিতে হাসাপাতালের অভিজ্ঞ আয়া রেহানা বেগমকে (পাখি) সাথে নেন।
রেহানা বেগম জানান, বাচ্চাটির মাথার সাথে নাড়ির প্যাঁচ থাকায় ঝুঁকি ছিল। স্পিড বোটে পার হতে প্রচন্ড ঢেউয়ের কারণে সম্ভবত নরমাল পজিশনে চলে আসে। চিকিৎসক সৈকত বড়ুয়া সহযোগিতা করায় সহজ ডেলিভারিতে একটি কন্যা সন্তান জন্ম দেন প্রসূতি।
যাত্রী হিসেবে স্পীড বোটে থাকা গাইনি চিকিৎসক সৈকত বড়ুয়া বলেন, কুতুবদিয়া থেকে রেফার হওয়া একজন ডেলিভারী রোগী স্পিড বোটে চ্যানেল পার হতে প্রসব ব্যথা শুরু হয়। এ সময় রোগীর সাথে থাকা প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন এবং একজন ধাত্রীর সাহায্যে নরমাল ডেলিভারি সম্ভব হয়। পরে মা-সন্তানকে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
আপনার মতামত লিখুন :