পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বুধবার ( ০৯এপ্রিল ) দুপুর ২টার দিকে উপজেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তিনি গ্রেপ্তার হন। একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত সাবেক এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. হালিম সিকদারের ছেলে।
মির্জাগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।