ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র আব্দুল কাইয়ুম (২৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তার ব্যক্তি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
গ্রেপ্তার আসামি হলেন, সাভার মডেল থানার পৌর বক্তারপুর বেদেপাড়া এলাকার মৃত আহেদ আলী মাতবরের ছেলে মো. আমির হোসেন (৪৮)।
জানা গেছে, তিনি সাভার পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
র্যাব জানায়, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে।
ওই সময় একটি গুলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র আব্দুল কাইয়ুমের (২৫) পেটে লেগে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে আব্দুল কাইয়ুমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ৯ এপ্রিল বিকেলে তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ওই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :