কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশু ও যুবকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নদী পার হতে গিয়ে নিখোঁজ হয় মোহাম্মদ কায়ুম (৩২) নামে এক যুবক। এক দিন পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।
গতকাল বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মাতামুহুরী নদীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়াপাড়া পয়েন্ট থেকে নিখোঁজ এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন বেলা সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীর উপজেলার বেফারী পাড়ায় নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিল যুবক কায়ুম। এ সময় মাঝ নদীতে এসে পানিতে তলিয়ে যান তিনি।একপর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হন। স্থানীয় লোকজন জাল ফেলে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে এক দিন পর চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক কায়ুম পৌরসভার ৬নং ওয়ার্ড মাস্টার পাড়ার নুরুস সোবাহানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অপরদিকে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৪) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের কন্যা হুজাইফা আক্তার (৪) মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইন বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।