সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন করতে এসে লালগালিচা দেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওপর ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সেই লালগালিচা উঠিয়ে নিতে নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট বিমানবন্দর থানায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো। এগুলো এখনই উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো।
এ সময় পুলিশ কমিশনারের খোঁজ করতেও দেখা যায় তাকে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি।