নোয়াখালীর মাইজদীতে এক পক্ষের মানববন্ধনে বিএনপির অন্য পক্ষ বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ হামলার ঘটনা ঘটে।
এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলার বাদী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুকের বড় ভাই স্থানীয় চরজব্বর ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্যাহ মিয়া গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে মানুষের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছেন।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ান তারা। এ সময় আবদুল্লাহ মিয়ার অনুসারী উপজেলা যুবদল নেতা আবুল খায়ের আকাশ মানববন্ধনে বাধা দেয়। এতে
মানববন্ধনকারীরা তাকে প্রতিহত করলে আকাশ ফোন দিয়ে তার লোকজন জড়ো করে পুনরায় মানববন্ধনকারীদের ওপর হামলা করে। এ সময় ৫ জন আহত হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহদের মধ্যে ৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে শুনেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যৌথবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।