কুষ্টিয়া শহরের চর থানাপাড়ায় চুরির অভিযোগ তুলে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে নিজের বসতবাড়ি থেকে কয়েক বাড়ি পরে একটি টয়লেটের পাশে তাঁর লাশ পড়ে ছিল।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের নাম ছুরমান আলী (৩৫)। তিনি চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে।
পেশায় রিকশাচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছুরমান চরথানাপাড়া এলাকায় বাস করেন। স্থানীয় এক প্রতিবেশী আবদুল হাকিমের সাথে তার বিরোধ চলছিল।
ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে স্থানীয় ১০ থেকে ১২ জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে কয়েকটি বাড়ির পরে উজ্জ্বলের বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা দিয়ে পেচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে সেখানে কুষ্টিয়া মডেল থানা পুলিশ যায়।
ওসি মোশাররফ হোসেন বলেন, সকালে লাশ পড়ে থাকার বিষয়টি জানার পর সেখানে যাওয়া হয়। নিহতের শরীরে টর্চারের চিহৃ দেখা গেছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :