ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নাম পাল্টেও ধরা ৪১ মামলার আসামি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৮:২১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের ৪১ মামলার আসামি দেলোয়ার হাসান (৪৫) গ্রেফতার হয়েছে।  বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে যশোর ডিবি পুলিশের একটি টিম গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।  দেলোয়ার থেকে তুহিন সেজে কালিয়াকৈর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার বিকেলে যশোরের পুলিশ এই তথ্য প্রকাশ করেছেন। 

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভুঞা জানান, অবস্থান শনাক্তের পর তিনি সহ ডিবির এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে  দ্রুত গাজীপুরে কালিয়াকৈর রওনা দেন।

গভীররাতে পৌর এলাকায় ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। নিজের নাম পাল্টে সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।