চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় একটি নির্মাণাধীন কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মুসলিম উদ্দিন কারখানার পাশে অবস্থান করছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে খামারে যাওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :