ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী হনুফা আক্তার ও আরেকজন যুবক (২৯)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হনুফার স্বামী রিপন মিয়া।
নিহতের স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছানোর মাত্রই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় দেয়। ফলে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে মুখ ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন হনুফা। হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত এক যুবক মারা যান।
ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় জানা যায়নি। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।