ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

৮৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৫:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৮৪ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সদরের সুইপার কলোনীতে এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সাদমান ও গৌরীপুর থানার উপ-পরিদর্শক হানিফ।

গ্রেপ্তারকৃতরা হলেন-সুইপার কলোনীর মৃত শ্রীচরণ ভাসফর এর ছেলে রংলাল ভাসফর (৭০), মৃত গোলাপ ভাসফর এর ছেলে সুগরীম ভাসফর (৩৪), রামু ভাসফর এর ছেলে রবিন ভাসফর (১৮)।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক হানিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলা ও আশেপাশের এলাকা থেকে লোকজন সুইপার কলোনীতে মদ ক্রয় করতে আসে। এ খবর পেয়ে যৌথবাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৪ লিটার মদ জব্দ এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, যৌথবাহিনীর অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।