ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৫:৩৩ পিএম
পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন-উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।

স্থানীয়রা জানায়, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিলেন। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে।

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।