কক্সবাজারে কলাতলী সৈকত সংলগ্ন গভীর সাগরে ঘন্টাব্যাপী ধাওয়া দিয়ে দুই মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারিকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ডের যৌথ দল।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটক ২১ পাচারকারির মধ্যে ৩ জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সাগর পথে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি বড় চালানসহ মাছ ধরার ট্রলার কক্সবাজারে কলাতলী সৈকত সংলগ্ন সাগরে অবস্থানের খবর পায় র্যাব ও কোস্টগার্ড। পরে একটি যৌথ দল সাগরের সন্দেহজনক ঘটনাস্থলে অভিযান চালায়।
এতে ঘটনাস্থলে সন্দেহজনক দুইটি ট্রলারে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিলে ট্রলার দুইটিতে থাকা একজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে গভীর সাগরে ঘন্টাব্যাপী ধাওয়া দিয়ে ট্রলার দুইটিকে আটকানো সম্ভব হয়। পরে ট্রলার দুইটি তল্লাশী চালিয়ে বরফ রাখার ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৫ লাখ ইয়াবা। এ সময় ট্রলার দুইটিতে জেলের ছদ্মবেশে থাকা ২১ ইয়াবা পাচারকারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।