ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা খানম

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, ডিআইজি প্রিজন চট্টগ্রাম, সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলার, ডেপুটি জেলার-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ। এরপর আনুষ্ঠানিক সালাম গ্রহণ এবং গান পরিবেশনের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম পর্যায়ক্রমে নারী ও পুরুষ কয়েদিদের সাধারণ ও সলিটারি ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দিদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেন।

পরিদর্শন শেষে এক সভায় জেলা প্রশাসক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিদ্যমান সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জেলের জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তিনি জেল কর্তৃপক্ষকে কয়েদিদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন। একইসঙ্গে কয়েদিদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং আর্থিকভাবে অক্ষম বন্দিদের জন্য আইনগত সহায়তা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, ‘কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এটি সংশোধনের স্থানও। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বন্দিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।’

এই পরিদর্শনকে কেন্দ্র করে জেল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, যা কারা ব্যবস্থাপনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।