কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ রায়হান।
নৌবাহিনী জানায়, অভিযানের সময় মোহাম্মদ রায়হানের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান), তিন রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দ করা অস্ত্র ও গুলিসহ আটক রায়হানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে তারা অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নৌবাহিনীর এই পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :