নিজ জমির ধানখেতে পরিচর্যা করতে গিয়ে দেখে পাশে আহত অবস্থায় পড়ে আছে একটি বিরাট আকারের দুর্লভ ঈগল পাখি। পরে আহত ঈগল পাখিকে উদ্ধার করে পার্শ্ববর্তী পশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কেশাইল সালুককুড়ি গ্রামের ধানখেতে মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় তাদের জমির ধানের পরিচর্যা করতে গিয়ে দেখে খেতের পাশে পড়ে আছে একটি বিরাট আকারের ঈগল পাখি। কাছে গিয়ে দেখতে পাই পাখিটি দুই ডানাই গুলি লাগায় আহত হয়েছে।
তারা দ্রুত পাখিটিকে নিয়ে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের গেটে নিয়ে আসেন। শুক্রবার হওয়ায় হাসপাতাল বন্ধ ছিল। এরপর উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন এসে পাখিটির প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়। এ সময় পাখিটিকে দেখতে ভিড় করে জনতা।
মো. সাব্বির হোসেন বলেন, আমি বাড়ি থেকে ধানখেতে গিয়ে দেখি একটি ঈগল পাখি পড়ে আছে। হাতে নিয়ে দেখি দুই পাখাতে (ডানা) গুলি লাগায় আহত অবস্থায় পড়ে আছে। পরে পশু হাসপাতালে নিয়ে আসি। কেউ যদি পাখিটিকে নিয়ে লালন পালন করে তাকে দিয়ে দিব।
মোশারফ হোসেন বলেন, আমার নিজ হেফাজতে রেখে পাখিটার চিকিৎসা করব। সুস্থ্য হলে ছেড়ে দিব।
উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন বলেন, একটি ঈগল পাখি তারা আহত অবস্থায় নিয়ে আসেন। দুই ডানাতে দেখি ক্ষতের চিহ্ন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব যাতে পাখি শিকার বা মারা থেকে বিরত থাকে।
আপনার মতামত লিখুন :