নোয়াখালীর চাটখিলে মাটিকাটা পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পরানপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (১০) উপজেলার মোহাম্মদপুর সফর আলী বেপারী বাড়ির মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরানপুর আবদুল জলিলের নতুন বাড়ির সামনে কৃষি জমি থেকে মাটি কেটে নিয়ে আসার সময় পাশে দাঁড়িয়ে থাকা আশরাফুল আলম পিকআপের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
অভিযুক্ত পিকআপচালক মো. আবু বক্কর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে।
এই ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় এবং পিকআপটি জব্দ করে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :