ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বগুড়া আ.লীগের নেতা বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০১:৫৪ পিএম
আওয়ামী লীগের নেতা বাবা মো. হেলাল উদ্দিন কবিরাজ ও ছেলে মো. সুরুজ উদ্দিন কবিরাজ। ছবি: সংগৃহিত

বগুড়া জেলা ডিবির অভিযানে ঢাকার আদাবর থানা এলাকা থেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হেলাল উদ্দিন কবিরাজ (৬০), কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কাহালু পৌরসভার সাবেক দুইবারের মেয়র। ও মো. সুরুজ উদ্দিন কবিরাজ (৪০), পিতা. মো. হেলাল উদ্দিন কবিরাজ; কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান।

শনিবার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজের নামে ৫টি মামলা এবং সুরুজ উদ্দিন কবিরাজের নামে ৪টি মামলা বিচারাধীন। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।

অভিযানটি পরিচালিত হয় গত শুক্রবার বগুড়া জেলা পুলিশ সুপার মো. জিদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ডিবি টিম গ্রেপ্তার অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের বগুড়ায় এনে আদালতে পাঠানো হবে।