ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০১:৫৯ পিএম
আগুনে ভস্মীভূত ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

 শনিবার (১২ এপ্রিল) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ৫টি স্টেশনারি ও ফলের দোকান, ১টি মুদি দোকান, ১টি খাবারের হোটেল, ১টি চায়ের দোকান, ১টি সেলুন ও ১টি টিকিট কাউন্টার।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।