পদ্মা নদী থেকে ধরা প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়।
শনিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে এই বড় ইলিশটি বিক্রি হয়।
মাছটির ওজন ছিল প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৮ হাজার ৩০০ টাকায় ইলিশটি কিনে নেন। পরে তিনি মাছটি কুষ্টিয়ার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
শাহজাহান শেখ জানান, ইলিশটি কেজিপ্রতি ১০০ টাকা লাভে বিক্রি করেছেন। ক্রেতার অনুরোধে মাছটি তার কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এই ব্যতিক্রমী মূল্যের বিষয়ে তিনি বলেন, “এক তো পদ্মার ইলিশ, তার ওপর নদীতে এখন তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। আবার পয়লা বৈশাখ সামনে, তাই ইলিশের দাম বেড়েছে। বড় ইলিশের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে একটি নির্দিষ্ট শ্রেণির ক্রেতার।”
স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা জানিয়েছেন, পয়লা বৈশাখে বড় ইলিশের চাহিদা প্রতিবছরই বাড়ে। পদ্মার ইলিশ হওয়ায় এর স্বাদ ও কদর বেশি বলে জানান তাঁরা।