ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মহেশপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে খুচরা সার বিক্রেতা ও সাব ডিলারদের খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সাইফুল ইসলাম উজ্জলের সভাপত্বিতে আনুষ্ঠানিকভাবে ৩ বছর মেয়াদে ১৩ সদস্যের খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। 

এ সময় উপস্থিত সবার সম্মতিক্রমে সাইফুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি, আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক, দুদু ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান হামজাকে সাংগঠনিক সম্পাদক ও আরিফুল ইসলামকে ক্যাসিয়ার করা হয়েছে।

এ সময় উপজেলার ১২ টি ইউনিয়নের খুচরা সার বিক্রেতা ও সাব ডিলারা উপস্থিত ছিলেন।