লক্ষ্মীপুরে স্বামী হারা এক বিধবার ফসলি জমির মাটি কেটে দখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে আব্দুল খালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের বিজয় নগর গ্রামের মাকু মিয়ার বাড়ির বাসিন্দা জেসমিন আক্তার তার ভাসুর খালেকের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেসমিন আক্তারের স্বামী আব্দুল জব্বার সাত বছর আগে মারা যান।
মৃত্যুর আগে আব্দুল জব্বার তার মালিকানাধীন ৯ শতাংশ জমি স্ত্রীর নামে রেজিষ্ট্রি করে দিয়েছেন। ওইজমি নামজারী জমা খারিজও করা আছে জেসমিনের নামে।
সম্প্রতি একটি ফসলি মাঠে থাকা সাড়ে ৭ শতাংশ জমি ক্রয় করতে প্রস্তাব দেয় আব্দুল খালেক। এতে রাজি না হওয়ায় খালেক জমিতে ভ্যাকু মেশিনের সাহায্যে মাটি কেটে ভিটি তৈরি করেন। জেসমিন বিষয়টি জানতে চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন তিনি।
এ ঘটনার উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন জেসমিন।
ভূক্তভোগী জেসমিন আক্তার বলেন, আমার মালিকানাধীন জমি ফিরে পেতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি।
সরেজমিনে অভিযুক্ত আব্দুল খালেকের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি।
উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের পারিবারিক সমস্যা।
এটি তারা নিজেরাই বসে মীমাংসা করতে পারে। আর যদি না করে তাহলে কাগজপত্র অনুযায়ী তাদের জমি ভাগবাটোয়ারা করে দিতে হবে।