ঢাকার ‘কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি ‘তৌফিক মারুফস জার্নাল’ নামের এক ইউটিউবে চ্যানেলে প্রচারিত ভিডিওটি ‘বিভ্রান্তিমূলক’ উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে কারা অধিদপ্তর।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্টের প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে, এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছি।
কারা সদর দপ্তর দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোন ঘটনা কেরাণীগঞ্জসহ দেশের কোন কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপিসহ সকল বন্দিদের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। নানাবিদ সীমাবদ্ধতা সত্বেও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরে রয়েছে।
কারা অধিদপ্তর আরও জানায়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করনের জন্য কারা অধিদপ্তর সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সাথে ভবিষ্যতে এরূপ ভিত্তিহীন উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্যোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।
এর আগে, গত (১১ এপ্রিল) ‘তৌফিক মারুফ`স জার্নাল’ ইউটিউব চ্যানেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি জোনে সাধারণ কয়েদিদের নামে একদল মানুষ ভেতরে ঢুকে গেট ভাঙ্গার চেষ্টা করেছে। অনেক সময় ধরে তারা ধাক্কাধাক্কি করেছে, তারা বিভিন্নভাবে হামলার চেষ্টা করেছে এবং ভেতরে ঢোকার চেষ্টা করেছে বলে উল্লেখ করে আরও বিভিন্ন অভিযোগ তুলে ৪মিনিট ৫৭ সেকেন্ডের একটি কনটেন্ট প্রচার করা হয়।