রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চোখের সামনে দিনে দুপুরে গরু নিয়ে গেল দুর্বৃত্তরা, প্রবাসীর বাবার আহাজারি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৯:৪১ পিএম

চোখের সামনে দিনে দুপুরে গরু নিয়ে গেল দুর্বৃত্তরা, প্রবাসীর বাবার আহাজারি

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় ওমর আলী নামের এক কৃষকের দিনে দুপুর সবার সামনে থেকে তিনটি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।  এ বিষয়ে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দেবালয় পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মকফুল হোসেন (৩৫), একই এলাকার আব্বাস আলী (৬০) ও মিকাইল ইসলাম (৩০)।

ভুক্তভোগী কৃষক ওমর আলী জানান, এটা তার প্রবাসী ছেলের গরু, জোর করে ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিতে চাইলেও হুমকির মুখে পিছু হটতে হয়। 

ভুক্তভোগী কৃষক বলেন, ‘ছোট ছেলে বিদেশে থাকে, কষ্টের টাকায় গরু কিনেছে।  আমি শুধু দেখাশোনা করি।  হঠাৎ কয়েকজন লোক এসে বলে গরু তাদের জমিতে ঢুকেছে, এরপর কিছু বোঝার আগেই গরু তিনটা নিয়ে চলে যায়।  এখন আমি কী করবো?’

কৃষকের বড় ছেলের স্ত্রী রোকেয়া বেগম জানান, মকফুল ও মিকাইল বিদেশ যাওয়া বাবদ আমার স্বামীর কাছে টাকা পেত।  মকফুলের টাকা পরিষোধ করলেও মিকাইলের টাকা দিতে কিছুদিন দেরি হচ্ছিলো।  এমতাবস্থায় শুক্রবার রাতে মিকাইলরা আমাদের বাড়িতে এসে তাদের পাওনা টাকা পরিষোধের জন্য হুমকি দিয়ে যায়।  এ সময় তারা বলে যায়, টাকা দিতে না পারলে সবাইকে বেধে নিয়ে যাবে।  পরের দিন মাঠে একা পেয়ে তিনটি গরু ছিনিয়ে নিয়ে যায় মকফুলরা।

রোকেয়া বলেন, আমার স্বামীর কাছে তারা টাকা পাবে, কিন্তু গরু আমার প্রবাসী দেবরের। 

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মধ্যে মকফুলের সাথে রাত ৮টা ৪২ মিনিটে ০১৭১৫- ৩৫৪৩১৩ এই নাম্বারে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘পাওনা টাকার বিনিময়ে গরু ছিনিয়ে নেওয়াটা অন্যায়।  এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরবি/আবু

Link copied!