সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বাঁশখালীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসে জড়িত যুবক আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৮:৪০ এএম

বাঁশখালীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসে জড়িত যুবক আটক

আটক কাজী আদিব। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় চড়া দামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি এবং প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন একটি চক্র। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।

একপর্যায়ে তারা কাজী আদিবের সন্ধান পায়। এরপর এনএসআইয়ের দল বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ প্রশ্নফাঁসে জড়িত যুবককে আটক করে।

শুক্রবার (১১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজী আদিব (২২) উপজেলার পুকুরিয়া ইউপির দক্ষিণ বরুমছড়া ১নং ওয়ার্ড এলাকার কাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। সে চট্টগ্রাম নগরের এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও এনএসআই সূত্রে জানা যায়, ‘কাজী আদিব নামে ওই যুবক এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অর্থের বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, সে বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিলেন।

আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি এবং প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে কাজী আদিব নামে এক যুবককে আটক করা হয়েছে।

এ সময় আদিবের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে আমাদের অভিযান চলমান।‍‍’

আরবি/জেডআর

Link copied!