রাজশাহীর পবা উপজেলায় ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করতে দেখা গেছে।
রোববার (১৩ এপ্রিল) ভোর রাতে উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে মোহনপুর রেলক্রসিং দিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। তারপর পথচারীরা রেলক্রসিং ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের খবর দেন। এ ঘটনার পর রেলের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে আসেন। দ্রুত ভাঙা রেললাইন মেরামতের কাজ শুরু করেন।
তবে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ভাঙা স্থান দিয়ে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে।
এর আগে একই স্থানে বেশ কিছুদিন আগে রেললাইন ভেঙে যায়। এরপরে রেলওয়ে কর্মীরা সেটা মেরামত করে। এবার ফের একই স্থানে ভেঙেছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গেছে।