ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আহত সেই ঈগলটিকে বাঁচানো গেল না

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১০:২৫ এএম
আহত ঈগল পাখি। ছবি: রূপালী বাংলাদেশ

অবশেষে ধানখেতে পড়ে থাকা দুই ডানায় গুলিবিদ্ধ সেই ঈগলটিকে আর বাঁচানো গেল না। চিকিৎসার পর জিম্মায় নেওয়া মোশারফ হোসেনের বাড়িতে শনিবার ঈগলটি মারা যায়। তিনি প্রাণিসম্পদ দপ্তরের যোগাযোগ করে মৃত  ঈগলটিকে মাটিতে পুঁতে দিয়েছেন।

গত শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী বদলগাছী উপজেলার সালুককুড়ি গ্রামের ধানখেত দেখতে যায়। তারা একটি ধানখেতের পাশে অসুস্থ অবস্থায় ঈগল পাখিটিকে দেখতে পায়। তারা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অসুস্থ ঈগলটিকে নিয়ে আসেন।

প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন ঈগলটিকে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে দেখভাল করার জন্য  ঈগলটি আক্কেলপুর পৌরশহরের নিচা বাজার এলাকার মোশারফ হোসেনের জিম্মায় দেওয়া হয়। মোশারফ হোসেন তার বাসায় ঈগলটি নিয়ে যান। শনিবার সকালের পর ঈগলটি মারা যায়।

মোশারফ হোসেন বলেন, আমি রাতে কয়েকবার ঘুম থেকে উঠে ঈগলটি জীবিত দেখেছি। কিন্তু ঈগলটি পরে মারা যায়। প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকের সঙ্গে কথা বলে মৃত ঈগলটিকে মাটি চাপা দিয়েছি।

অসুস্থ ঈগলকে উদ্ধার করে চিকিৎসা করতে নিয়ে আসা দুই কিশোর মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানীর বাড়ি বদলগাছী উপজেলার খাদাইল ব্রাহ্মণপুকুর গ্রামে।

সাব্বির হোসেন ও গোলাম রব্বানী বলেন, ঈগলটি মারা যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি। ঈগলটিকে বাঁচবে বলে আশা করেছিলাম।

উল্লেখ্য, শনিবার সকালে রূপালী বাংলাদেশ অনলাইনে ‘ধানখেতে পড়ে ছিল দুর্লভ ঈগল’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল।