ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জ ট্রিপল মার্ডারের আসামি ইয়াসিনকে পাঁচ দিনের রিমান্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১১:২৩ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও শিশু সন্তানসহ তিনজনকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে মাটিচাপা দিয়ে গুমের ঘটনায় মামলা হয়েছে। নিহত লামিয়া আক্তারের বড় বোন মুনমুন আক্তার (৩২) বাদী হয়ে শুক্রবার (১১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহত লামিয়ার স্বামী গ্রেপ্তার ইয়াছিন আলীসহ (২৪) তিনজনকে আসামি করা হয়েছে।

অপর আসামিরা হলেন- ইয়াছিন আলীর বাবা দুলাল মিয়া (৫০) ও মিজমিজি এলাকার তরুণী মোসাম্মৎ শিমু (২৭)।

মামলার বিষয়টি শনিবার (১২ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনু আলম। একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বামী মো. ইয়াসিনকে (২৪) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

এ পুলিশ পরিদর্শক বলেন, “ত্রিপল হত্যায় জড়িত সন্দেহে ইয়াসিনকে ১০ দিনের রিমান্ডে নিতে চেয়েছিল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

গ্রেপ্তার ইয়াসিন পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায়।