ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১২:৩৪ পিএম
গ্রেপ্তার মাদক করবারি। ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তার আসামিরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট থানার বড় কালিনগর এলাকার মৃত আলা বক্স সরদারের ছেলে মো. টিটু (৩৪) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেপারীপাড়া এলাকার মো. ইমাম হোসেনের ছেলে মো. ফজলে হোসেন রাব্বি (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।