ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০১:২৯ পিএম
নিহত যুবক। ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে করাতকলের মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কাউছার হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাউছার শাকচর গ্রামের হাজী আলী হোসেনের বাড়ির ওমর ফারুকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরবাজার এলাকায় কাউছারদের করাতকল রয়েছে। সেখানে সকালে পানি উঠানোর জন্য মোটর চালু দেয়। এতে বিদ্যুৎস্পর্শে কাউছার ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।