ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০১:৫০ পিএম
গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড তাজা গুলিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মিনা বাজার এলাকার মৃত হোছন আলীর ছেলে সেলিম (৩৭) ও তার স্ত্রী রাজিয়া আকতার পুতুনি (৩৫)।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে অংশুক বৌদ্ধ বিহারের সামনে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। ওই সময় মিনা বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামায় তারা। অটোরিকশাটিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই দম্পতি তাদের কাছে গুলি আছে বলে স্বীকার করেন। নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি বের করে দেন তারা। 

তখন ওই দম্পতি জানান, অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য গুলিগুলো তারা পলাতক আসামি রবি আলমের কাছ থেকে নিয়েছিলেন। পরে তাদের আটক করে থানায় আনা হয়।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।’