ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০৭ পিএম
ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক। ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে শাহপরীর দ্বীপের জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের করা হয়।

আটককৃতরা হলেন-আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় র‌্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক। তারা ইয়াবা পাচারকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।