ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া বিটি মাঠের মূল অংশের বাহিরে একদিনের জন্য পহেলা বৈশাখী মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও মাঠের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়াসহ ১৭টি শর্তে দেওয়া হয়েছে অনুমতি।
রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শামসুন নাহার শিলা স্বাক্ষরিত এক পত্রে।
এর আগে ১০ এপ্রিল বিটি মাঠে পহেলা বৈশাখী মেলার আয়োজনের প্রস্তুতি করা হলে মাঠটি নষ্ট হইতে পারে সেই আশঙ্কায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া কার্যক্রম বন্ধ করে দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বৈশাখী মেলা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে এ নিয়ে বিবাদ তৈরি হয় প্রশাসনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর।
গতকাল শনিবার (১২ এপ্রিল) দুপুরে বিটি মাঠ পরিদর্শনে আসেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী।
এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বাবু গয়েশ্বর চন্দ্র রায় জানান, কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা হবেই । গয়েশ্বর বৈশাখী মেলা করার চ্যালঞ্জ হিসেবে নিলে উপজেলা প্রশাসন ও বিএনপির মধ্যে মুখোমুখি বিবাদ তৈরি হয়।
পরে বৈশাখী মেলা করার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। উক্ত আবেদনের পর আজ জেলা প্রশাসক ১৭টি শর্ত জুড়ে দিয়ে মেলার অনুমোদন দিয়েছে।
শর্তে বিটি মাঠের মূল অংশের বাহিরে মেলা করতে হবে। এক দিনের বেশি মেলা করা যাবে না। নিজস্ব সেচ্ছাসেবক দিয়ে এই মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলাবাহিনী কোনোভাবে সহযোগিতা না করার আশঙ্কা রয়েছে।
এতে করে বৈশাখী মেলাটি বিএনপিকেই সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। মেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার বিএনপিকে নিতে হবে। এছাড়াও এই মাঠের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়াসহ ১৭টি শর্ত উল্লেখ করেছে প্রশাসন।
এ বিষয়ে এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান রূপালী বাংলাদেশকে বলেন, মেলায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :