ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন স্বজনরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম
ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে মাসুম আহমদ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে স্বজন ও স্থানীয়রা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন।

গতকাল শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।